রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৪ সেপ্টেম্বর
মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০১:১২ পিএম | আপডেট: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০১:১২ পিএম
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এই দিন ধার্য করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা আশঙ্কা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করেছে।
ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা কয়েকজনকে আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করেন।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় এই মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে সিআইডি।
সূত্র : বাসস
আরও পড়ুন
- সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করল বাংলাদেশ ব্যাংক
- বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- পাঁচ ব্যাংকের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না: ব্যবসায়ীদের অভিমত
- একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
- দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ৩২ মিলিয়ন ডলার
- ফের কমল সোনার দাম