সোনার দাম বাড়লো
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০৩:৪৬ পিএম | আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ০৩:৪৬ পিএম
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬১০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।
গতকাল রোববার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ২৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮০ হাজার ৪২৩ টাকায় বিক্রি করা হবে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
আরও পড়ুন
- সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করল বাংলাদেশ ব্যাংক
- বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- পাঁচ ব্যাংকের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- নির্বাচিত সরকার ছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি হবে না: ব্যবসায়ীদের অভিমত
- একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
- দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ৩২ মিলিয়ন ডলার
- ফের কমল সোনার দাম