অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়
রবিবার, ২৩ জুন, ২০২৪ ১১:৫১ এএম | আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪ ১২:২২ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টে অজিদের ২১ রানে হারিয়েছে আফগানরা।
আজ রোববার সকালে আগে ব্যাটিং করতে নেমে ১৪৮ রানের লড়াকু স্কোর গড়ে আফগানিস্তান। এরপর গুলাবদিন নাইব, নাভিন উল হকদের বোলিংয়ে সেটা ডিফেন্ড করে ১৯.২ ওভারেই জয় তুলে নেয়। যেকোনো বিশ্বকাপ তো বটেই অজিদের বিপক্ষে যেকোনো সংস্করণেই এটাই আফগানদের প্রথম জয়।
সর্বোচ্চ ৬০ রান করেন গুরবাজ। এছাড়া ৫১ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। এরপর গুলাবদিনের দুর্দান্ত বোলিংয়ে অজিদের ১২৭ রানে গুটিয়ে দেয় আফগানরা।
গুলাবদিন ৪টি ও নাভিন নেন ৩ উইকেট। এছাড়া রাশিদ খান ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট শিকার করেন।
এই জয়ে নিজেদের সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে আফগানিস্তান। একইসাথে সমীকরণের মারপ্যাঁচে বাংলাদেশের স্বপ্নটা টিকে রইল। অন্যদিকে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটা এখন অজিদের জন্য ডু অর ডাই ম্যাচ।
আরও পড়ুন
- প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
- বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা
- এশিয়ান কাপ ম্যাচ সামনে রেখে আজ দেশে ফিরছেন হামজা চৌধুরী
- নানান নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবি নির্বাচন
- আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
- সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ