চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বুধবার, ১২ জুন, ২০২৪ ১২:৫০ পিএম | আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪ ১২:৫০ পিএম

বন্দর নগরী চট্টগ্রামের সিটি গেট এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ঝুটের গুদামটিতে গার্মেন্টেসের বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, ঝুট কাপড় ও সুতা থাকায় গুদামটিতে আগুন লাগায় চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ফলে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে প্রথমে গুদামটি থেকে ধোঁয়া উঠতে দেখেন তারা। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ বোস্তামী স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণ করতে একটু সময় লাগবে।
আরও পড়ুন
- কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
- চট্রগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ
- কুমিল্লায় চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪
- ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ লাশের পরিচয়
- ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
- ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
- নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
- রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নারীসহ ২ পরিচ্ছন্নকর্মী নিহত