দেশের সব বিভাগেই বর্ষণের আভাস
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০২:১৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০২:১৬ পিএম

দেশের সব বিভাগেই দু-দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে দুই বিভাগে ৩ দিন ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এর পরের ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় ঝড়বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অফিস আরও বলছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর মধ্যে বুধবার এসব অঞ্চলে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ
- রংপুরে যাত্রীবাহী ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
- অতি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪টি গেট
- দেশের বিভিন্ন স্থানে আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা
- স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক দর্শকদের উপস্থিতিতে সম্পন্ন সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- ২৪ ঘন্টার মধ্যে সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- টানা তৃতীয় দিনের অবরোধে ঢাকার সাথে ২১ জেলার যান চলাচল বন্ধ
- দেশজুড়ে বৃষ্টির আভাস, থাকছে ভারী বর্ষণের শঙ্কা