ঈদে ভিন্নরূপে অপূর্ব
শনিবার, ২৫ মে, ২০২৪ ০৪:০৯ পিএম | আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪ ০৪:০৯ পিএম

আগেই জানা গিয়েছিল চমক নিয়ে নিজের নতুন ওয়েব সিরিজে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেটাই হয়েছে। নিজেকে ভেঙে চুরে যেন এখানে উপস্থাপন করেছেন তিনি।
সম্প্রতি হইচইয়ের নতুন সিরিজে ‘গোলাম মামুন’-এর এক ঝলকে অন্য এক অপূর্ব’র দেখা মিলেছে। গেল বছরের আলোচিত সিরিজ ‘বুকের মধ্যে আগুন’র স্পিন-অফ সিরিজ নির্মাণ করেছেন শিহাব শাহীন। নতুন এই সিরিজটি কেবল পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরেই। সেই গোলাম মামুন রূপেই হাজির হয়েছেন অপূর্ব।
অ্যানাউন্সমেন্ট টিজারের এক ঝলকে অ্যাকশন মুডে চমকে দিয়েছেন তিনি। এতে দেখা যায়, একটি বড় মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে গোলাম মামুন। যেটা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করতে দেখা যায় তাকে।
এ সিরিজটিতে ক্রাইম থ্রিলারের সঙ্গে ড্রামার মিশেল রয়েছে। ‘গোলাম মামুন’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফরম হইচই-এ।
অপূর্ব বলেন, ‘গোলাম মামুন’ অন্যরকম এক গল্প। চরিত্রটি করার জন্যও নিজেকে প্রস্তুত করতে হয়েছে। তবে দর্শক আমাকে যে চরিত্রে দেখে অভ্যস্ত এখানে দেখা যাবে তার উল্টো। তাছাড়া পুরো সিরিজ জুড়েই রয়েছে টুইস্ট। বোরিং হওয়ার কোনো চান্স নেই। ভালো লাগছে সিরিজটি ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
আরও পড়ুন
- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
- হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান
- নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী নোবেল গ্রেপ্তার
- হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে আটকের আবেদন
- নুসরাত ফারিয়া গ্রেফতার
- আমিরের নতুন সিনেমা বয়কটের ডাক
- মুস্তাফা জামান আব্বাসী আর নেই