উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গ্রেনেডসহ আটক ২
বুধবার, ১৫ মে, ২০২৪ ০১:২৩ পিএম | আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪ ০১:২৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেলসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা মূলত রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার করতেই ওই অস্ত্রগুলো মিয়ানমার থেকে এনে গহিন পাহাড়ে মজুদ করেছিলেন বলে জানায় র্যাব।
আজ বুধবার (১৫ মে) ভোররাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের পাশের ক্যাম্পসংলগ্ন লাল পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ অভিযান পরিচালনা করে।
এদিকে র্যাবের অভিযানে উদ্ধারকৃত বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট সেল ধ্বংস করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় হয়। একপর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বেশকিছু দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ কয়েক রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে র্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থান শনাক্ত করা হয়।
আরও পড়ুন
- স্বৈরাচারী হাসিনার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ আবরোধ
- আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মান 'খুবই অস্বাস্থ্যকর'
- সকালেও চলছে মুজিবের ৩২ নম্বরের বাড়ি ভাংচুর
- উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
- ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৫
- সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ হওয়া আরো দুই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
- গণঅভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর সড়ক, দুর্ভোগ চরমে