বাংলাদেশে শুরু, বাংলাদেশেই শেষ বললেন উইলিয়ামস
রবিবার, ১২ মে, ২০২৪ ০৪:৫৭ পিএম | আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪ ০৪:৫৭ পিএম
বাংলাদেশের মাটিতেই শুরু, শেষটাও হলো বাংলাদেশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের প্রথম ম্যাচটি খেলেছিলেন শন উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে খুলনার মাঠে ২০০৬ সালের ২৮ নভেম্বরের সেই ম্যাচের একাদশে ছিলেন উইলিয়ামস। সে ম্যাচটা বাংলাদেশ ৪৩ রানে জিতলেও উইলিয়ামসের শেষটা হলো জয় দিয়ে।
১৮ বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। আজ বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে সতীর্থদের সামনে অবসরের ঘোষণা দিয়েছেন উইলিয়ামস। তবে বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন তিনি।
দলের জয়ের দিন ১ ওভার বোলিং করে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে তাঁকে নামতে হয়নি। তাঁর আগেই ৮ উইকেটের সহজ জয় পেয়েছে জিম্বাবুয়ে।
দীর্ঘ ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন উইলিয়ামস। ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন, ফিফটি ছিল ১১টি। বাঁহাতি স্পিনেও তিনি ছিলেন কার্যকর, ৭৩ ইনিংসে বল করে ৯.৯৩ ইকোনমি রেটে ৪৮ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন
- অবসরের ঘোষণা দিলেন উসমান খাজা
- বিপিএলের ১২তম আসর শুরু আজ, ৩টায় প্রথম ম্যাচ
- 'ফিফা দ্যা বেস্ট' পুরস্কার জিতলেন দেম্বেলে
- ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
- মেসির নৈপুণ্যে প্রথম শিরোপার স্বাদ পেলো মায়ামি
- বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে মেসির ইন্টার মায়ামি
- সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- আসন্ন বিপিএলে নতুন চমক 'নোয়াখালী এক্সপ্রেস'