আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক নিহত : জাতিসঙ্ঘ
শনিবার, ১১ মে, ২০২৪ ০৫:৩৫ পিএম | আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪ ০৫:৩৫ পিএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে আকস্মিক বন্যায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।
আজ শনিবার জাতিসঙ্ঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আইওএম জানিয়েছে, গতকাল শুক্রবার ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে বাঘলান প্রদেশে দুই শতাধিক মানুষ নিহত হয়। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিসংখ্যান উদ্ধৃত করে আইওএম জানিয়েছে, শুধুমাত্র বাঘলানে জাদিদ জেলাতেই দেড় হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া শতাধিক নাগরিক নিহত হয়েছে।
অবশ্য ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাত পর্যন্ত ৬২ জন মারা গেছে।
এদিকে, আরো কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, শনিবার উত্তরাঞ্চলের তাকহার প্রদেশে বন্যায় ২০ জন প্রাণ হারিয়েছেন।
শুক্রবারের বৃষ্টিতে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশ, মধ্য ঘোর প্রদেশ এবং পশ্চিম হেরাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। তারা আহত ও আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছে।
আফগানিস্তানে গত শীত মৌসুমটি শুষ্ক ছিল। ফলে সেখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাটি শুষে নিতে পারছে না। দেশটি জলবায়ু পরিবর্তনের ব্যাপক হুমকিতে ছিল। যার ফলাফল এখন বাস্তবে দেখা যাচ্ছে।
সূত্র : ডন
আরও পড়ুন
- সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক: মিলেছে শুল্ক হ্রাসের ইঙ্গিত
- নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
- খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের
- গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে ৭১ জন নিহত
- থাইল্যান্ড-কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ বন্ধের আহ্বান ট্রাম্পের
- ভারতে স্কুলের ভবন ধসে ৭ জন নিহত
- বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া