মুক্তি পাচ্ছে ফারিণের ফাতিমা
সোমবার, ৬ মে, ২০২৪ ০৫:৪৩ পিএম | আপডেট: সোমবার, ৬ মে, ২০২৪ ০৫:৪৬ পিএম

অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয় জীবনের শুরুর দিকে 'ফাতিমা' নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ছয় বছর আগের সে সিনেমায় অভিনয় করে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নেন ফারিণ। উৎসব ঘুরে আসা ফারিণের সিনেমাটি এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
সংবাদমাধ্যম অনুযায়ী, পরিচালক ধ্রুব হাসান জানিয়েছেন, তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’ ২৪ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এ উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি অফিসে একত্রিত হয়েছিলেন টিম ফাতিমার অভিনয়শিল্পীরা। আড্ডা, আলাপে কেটেছে অসাধারণ এক সন্ধ্যা।
ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ফারিণ অভিন করেছেন ফাতিমা চরিত্রে। গল্প ও চরিত্র মিলে বড়পর্দায় অন্য এক ফারিণকে দেখতে পাবেন দর্শক। এমনই আশা প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা।
ফারিণ বলেন, 'ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা ফাতিমা। এটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছি। এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালোই লাগছে আবারও বড়পর্দায় আসতে যাচ্ছে ভেবে। গতকাল সিনেমার পোস্টার রিলিজ হয়েছে। এরপর পুরোদমে শুরু হবে প্রচারণা। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।'
গত ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে রঙে রঙে রঙিন হবো গানটি তাহসানের সঙ্গে গেয়েছেন ফারিণ। প্রথম গাওয়া গানটি দিয়েই শীর্ষে পৌঁছান তিনি। এটি প্রকাশের পর থেকে ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়েশীর্ষে অবস্থান করছে! শুধু তা-ই নয়, বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে তার গাওয়া গানটি।
আরও পড়ুন
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান
- নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী নোবেল গ্রেপ্তার
- হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে আটকের আবেদন
- নুসরাত ফারিয়া গ্রেফতার
- আমিরের নতুন সিনেমা বয়কটের ডাক
- মুস্তাফা জামান আব্বাসী আর নেই
- শাকিবের 'তাণ্ডব' সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু
- সংগীত শিল্পী এ আর রহমানকে দুই কোটি রুপি জরিমানা