দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মিথিলা
শনিবার, ৪ মে, ২০২৪ ০৭:২৩ পিএম | আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪ ০৭:২৩ পিএম
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘ও অভাগী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গত এপ্রিলে মুক্তিপ্রাপ্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বসেছিল ১৪ তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর। সিনেমার এই উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিথিলা। যদিও দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।
এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন মিথিলা। তবে তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক। পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি।
এক ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, দিল্লিতে আয়োজিত ১৪ তম দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি।
ও অভাগী ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার আমি পেয়েছি। আমি এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই।’
মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল ‘ও অভাগী’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন- আরজে সায়ন, দেবযানী চট্টোপাধ্যায়, আর জে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদারের মতো অভিনেতারা।
আরও পড়ুন
- দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার
- অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত
- জামিন পেলেন শমী কায়সার
- সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ
- শমী কায়সার গ্রেপ্তার
- গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার
- হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুপারস্টার রজনীকান্ত
- নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে : পরীমণি