দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে জ্যোতিরা
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০৬:০০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০৬:০০ পিএম

শক্তিশালী ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। রোববার (২৮ এপ্রিল) সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে চায় মারুফা-জ্যোতিরা। সেই লক্ষ্যে টস জয়ের ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের দলপতি নিগার সুলতানা জ্যোতি।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪টায় শুরু হওয়া ম্যাচের আগে টস জিতেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সে সময়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। ভারতের ইয়াস্তিকা ভাটিয়ার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দয়ালন হেমলতা। আর বাংলাদেশের স্বর্ণা আক্তারের বদলে খেলবেন রিতু মনি।
বাংলাদেশ একাদশ- দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, রাবেয়া খান, সোবাহানা মোস্তারি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা।
ভারত একাদশ- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দয়ালন হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।
আরও পড়ুন
- কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
- বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা
- এশিয়ান কাপ ম্যাচ সামনে রেখে আজ দেশে ফিরছেন হামজা চৌধুরী
- নানান নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবি নির্বাচন
- আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
- সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- রাতে আফগানদের মুখোমুখি টাইগাররা
- বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম