মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি
রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ১২:৪৭ পিএম | আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ১২:৪৭ পিএম

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় আর নেই। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
আজ রোববার (২৪ মার্চ) বেলা ১২ টায় এক ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ঝর্ণা অ্যান্টি (পূজা চেরির মা) আর নেই । সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।
বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন পূজার মা। ফেসবুক পোস্টে মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন নায়িকা।
অভিনেত্রীর মা ডায়াবেটিসের রোগী ছিলেন। কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিওতে রাখা হয় তাকে। কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় এনে চিকিৎসকের পরামর্শে রাখা হয়। আজ কোনো কিছু বোঝার আগে বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পূজার পারিবারিক সূত্রে এমনটাই নিশ্চিত করা হয়।
এর আগে গত ১২ মার্চ ফেসবুকে মায়ের অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। তারপর সবশেষ ২০ মার্চ ফেসবুক বার্তায় মায়ের সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত দেন পূজা। জানিয়েছিলেন তার ভালো হয়ে যাওয়ার খবরও।
আরও পড়ুন
- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
- হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান
- নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী নোবেল গ্রেপ্তার
- হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে আটকের আবেদন
- নুসরাত ফারিয়া গ্রেফতার
- আমিরের নতুন সিনেমা বয়কটের ডাক
- মুস্তাফা জামান আব্বাসী আর নেই