হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:০০ পিএম | আপডেট: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:২৩ পিএম
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার রাতে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এই নায়িকা। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে শুক্রবার দুপুরে তাকে বাসায় নেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, নায়িকার খাবারে অনীহা ও মাথা ব্যথা ছিল। গত পরশু থেকে শরীর বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর গতকাল রাতে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা ফারিয়াকে সিটিস্ক্যানের পরামর্শ দিয়েছেন।
নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী পারভিন বলেন, চিকিৎসকরা নুসরাতকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটিস্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করতে হবে তার।
তিনি আরও বলেন, নুসরাত শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতা বেড়েছে। সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে।
আরও পড়ুন
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
- হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান
- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
- হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান
- নারী নির্যাতন মামলায় সংগীত শিল্পী নোবেল গ্রেপ্তার