মির্জা ফখরুলের জামিন শুনানি পেছালো
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০৪:৪৩ পিএম | আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০৫:০৮ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ২২ নভেম্বর জামিন শুনানির দিন ঠিক করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপস কুমার পাল।
পিপি তাপস কুমার পাল বলেন, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ জন্য জামিন শুনানি পেছানোর আবেদন করা হয়। তখন ফখরুল ইসলামের আইনজীবীরা এর বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন শুনানির নতুন দিন ঠিক করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘আমরা আশা করি, আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাব।’ ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা এ জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আজ সোমবার দিন ঠিক করেছিলেন।
প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের মামলায় কারাগারে রয়েছেন মির্জা ফখরুল। গত ২৯ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন সেদিন আদালতকে বলেছিলেন, বিএনপির মহাসচিব অসুস্থ। রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
আরও পড়ুন
- গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে : নজরুল ইসলাম
- হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল
- আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
- ভয়ভীতি দেখিয়ে বিরোধী নেতাদের নির্বাচন আনার অপচেষ্টা করছে : সমমনা জোট
- গার্মেন্টস শিল্প ও রপ্তানি খাত নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে : সাকি
- সরকারের দুর্নীতির বিষ প্রয়োগ জনগণের উপর দিয়ে বয়ে যাচ্ছে : ১২ দলীয় জোট
- হরতালের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল
- ২৩০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা