হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের মিছিল
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০৪:০৪ পিএম | আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০৪:০৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি'র ডাকা চলমান ২য় দফা হরতাল কর্মসূচির ২য় দিনে হরতাল সফল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সভাপতি নবীনূর ইসলাম নবীন এবং মনিরুজ্জামান সাগরের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং অবস্থান করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত সবাইকে মনিরুজ্জামান সাগর বলেন, অবৈধ তফসিল বাতিল করে গণমানুষের তত্বাবধানে সরকার ব্যাবস্থা মেনে নিয়ে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করতে হবে।
এবং সাবেক সহ সভাপতি নবীনূর ইসলাম বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে সারাবাংলার ছাত্র সমাজ আজ ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিষ্ট সরকারের পতত্যাগ নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন
- গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে : নজরুল ইসলাম
- হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল
- আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
- ভয়ভীতি দেখিয়ে বিরোধী নেতাদের নির্বাচন আনার অপচেষ্টা করছে : সমমনা জোট
- গার্মেন্টস শিল্প ও রপ্তানি খাত নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে : সাকি
- সরকারের দুর্নীতির বিষ প্রয়োগ জনগণের উপর দিয়ে বয়ে যাচ্ছে : ১২ দলীয় জোট
- হরতালের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল
- ২৩০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা