সোহেল-হেলাল-সপুসহ বিএনপির ১৪ নেতার কারাদণ্ড
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০৩:১৯ পিএম | আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০৪:৪৩ পিএম

পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় পৃথক দুই ধারায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালত এ রায় ঘোষণা করেন।
এরমধ্যে দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরদিকে দণ্ডবিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।
আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪নং গেটে পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। ওই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
আরও পড়ুন
- মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটে সাতজনের মৃত্যুদণ্ড
- পেছালো মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় ঘোষণা
- চট্টগ্রামে এজলাসে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি
- অর্থপাচার মামলায় এনু-রূপনের ৭ বছরের কারাদণ্ড
- খায়রুল-এ্যানিসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু
- এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর সাজা
- ষোড়শ সংশোধনীর রিভিউ শুনতে পারবেন ৬ বিচারপতিই
- বিএনপি নেতা হাবিব-জাহাঙ্গীরসহ ১১ নেতার সাজা