প্রক্রিয়া শুরু করলেও তা নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় : চুন্নু
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০৩:১৪ পিএম | আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০৩:১৪ পিএম

জাতীয় পার্টি নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করলেও তা নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়ায় আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই।
আজ সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন।
জাপা মহাসচিব বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল করেন। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃফুর্ত ভোট দিতে পারবে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া আরম্ভ করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে তারপর প্রার্থী চূড়ান্ত করবে।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় তা আমরা করছি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যেন নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে, এমন আস্থা যাতে সৃষ্টি হয় আমরা সংশ্লিষ্ট মহলকে সেই অনুরোধ জানাই।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।
আরও পড়ুন
- গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে : নজরুল ইসলাম
- হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল
- আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
- ভয়ভীতি দেখিয়ে বিরোধী নেতাদের নির্বাচন আনার অপচেষ্টা করছে : সমমনা জোট
- গার্মেন্টস শিল্প ও রপ্তানি খাত নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে : সাকি
- সরকারের দুর্নীতির বিষ প্রয়োগ জনগণের উপর দিয়ে বয়ে যাচ্ছে : ১২ দলীয় জোট
- হরতালের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল
- ২৩০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা