চতুর্থ বারের মতো শ্রম আদালতে ড. ইউনূস
সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০২:৩৯ পিএম | আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০২:৩৯ পিএম

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস চতুর্থ বারের মতো শ্রম আদালতে হাজির হয়েছেন।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান আজ সোমবার বেলা ১২টা ২০ মিনিটে আদালতে হাজির হন। তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার তানভীর আহমেদ ও এডভোকেট এসএম মিজানুর রহমান।
২০২১ সালের ৯ই সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়।
আরও পড়ুন
- মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটে সাতজনের মৃত্যুদণ্ড
- পেছালো মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় ঘোষণা
- চট্টগ্রামে এজলাসে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি
- অর্থপাচার মামলায় এনু-রূপনের ৭ বছরের কারাদণ্ড
- খায়রুল-এ্যানিসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু
- এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর সাজা
- ষোড়শ সংশোধনীর রিভিউ শুনতে পারবেন ৬ বিচারপতিই
- বিএনপি নেতা হাবিব-জাহাঙ্গীরসহ ১১ নেতার সাজা