বিএনপির হরতাল
রাজধানীতে যান চলাচল কম, ছাড়েনি দূরপাল্লার বাস
রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ১১:৫১ এএম | আপডেট: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ১১:৫৩ এএম

ইসির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। রাজধানীতে কিছু বাস চলতে দেখা গেলেও তাতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম। এছাড়া সকাল থেকে ঢাকা ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।
সরেজমিনে দেখা গেছে, হরতালের প্রথম দিন আজ রোববার (১৯ নভেম্বর) সকালে পৌনে আটটা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, আসাদগেট, কল্যাণপুর, আগারগাঁও, মিরপুর রোড, গাবতলী, মিরপুর, পল্লবী, কালশী, মৌচাক, মালিবাগ, মগবাজার ও খিলক্ষেতে যান চলাচল কম ছিল।
এসব সড়কে স্বল্প সংখ্যক প্রাইভেটকার চলতে দেখা গেছে। কিছু বাস চলাচল করলেও তাতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম ছিল।
এ প্রসঙ্গে পথচারী পল্লব আচার্য বলেন, ‘আসাদগেট ও ফার্মগেট এলাকায় বাসের চেয়ে তুলনামূলক প্রাইভেটকারের সংখ্যা একটু বেশি। কিছু বাস চলতে দেখা গেলেও তাতে যাত্রীর উপস্থিতি কম ছিল।’
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় মোড়ে মোড়ে নাশকতার আশঙ্কায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
হরতালের প্রভাবে রাজধানী ছাড়াও দূরপাল্লার বাস চলাচলও সীমিত ছিল। সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ফাঁকা দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিবহন কর্মকর্তা জানান, ‘সকাল থেকে এখনও দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন। এ সময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির জন্য হরতাল পালনের ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন
- ঢাকা-কক্সবাজার রুটে, 'কক্সবাজার এক্সপ্রেসের' যাত্রা শুরু
- ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ
- ধেয়ে আসছে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন
- মিরপুরে বিআরটিসি বাসে আগুন
- রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, ছাড়ছে না দূরপাল্লার বাস
- ঢাকায় ফিরলেন পিটার হাস
- ধলেশ্বরী সেতুর টোল প্লাজায় বাসে আগুন