জাতিসংঘ পরাজিত, তারা যুক্তরাষ্ট্রের তল্পিবাহী : ঢাবি উপাচার্য
শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০৪:১২ পিএম | আপডেট: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০৯:৩৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য এ এস এম মাকসুদ কামাল জাতিসংঘকে যুক্তরাষ্ট্রের তল্পিবাহী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘জাতিসংঘ যে একটি পর্যুদস্ত ও পরাজিত সংস্থা, এটি যে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে পারে না, জাতিসংঘ সেটি প্রমাণ করেছে। জাতিসংঘ যে যুক্তরাষ্ট্রের তল্পিবাহী, জাতিসংঘ সেটি প্রমাণ করেছে।’
আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী ও দ্বিবার্ষিক সাধারণ সভায় মাকসুদ কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি ছিলেন।
উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে এসব কথা বলেন। তিনি ইসরায়েলের দখল করা ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আবদুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য আরও বলেন, ‘চার হাজার শিশুকে হত্যা করা হয়েছে। তারা জানে না, যুদ্ধ কী। এখনো তারা (ইসরায়েল) সেখানে যুদ্ধ পরিচালনা করছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন।’
আরও পড়ুন
- ‘একক’ ভর্তি পরীক্ষা হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে
- ৪২ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- এইচএসসি ও সমমানের পাসের হার ৭৮.৬৪ শতাংশ
- ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
- আবার পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
- রবি ও সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
- এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- জবি ভিসি ইমদাদুল হক মারা গেছেন