রবি ও সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০৩:০০ পিএম | আপডেট: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০৯:৫৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রবি ও সোমবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
গত ১৫ নভেম্বর বুধবার নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। দ্বাদশ সংসদ নির্বাচনের এ তফসিলকে একতরফা বলে অবিহিত করে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো আগামীকাল রোববার ও সোমবার দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে।
আরও পড়ুন
- ‘একক’ ভর্তি পরীক্ষা হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে
- ৪২ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- এইচএসসি ও সমমানের পাসের হার ৭৮.৬৪ শতাংশ
- ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
- আবার পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
- জাতিসংঘ পরাজিত, তারা যুক্তরাষ্ট্রের তল্পিবাহী : ঢাবি উপাচার্য
- এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- জবি ভিসি ইমদাদুল হক মারা গেছেন