গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ
শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১১:৫৪ এএম | আপডেট: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১১:৫৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে একটি যৌথ আবেদন করেছে পাঁচ দেশ।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রসিকিউটর করিম খান।
করিম খান বলেন, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস ও জিবুতি এই আবেদন করেছে। দক্ষিণ আফ্রিকা বলেছে, ফিলিস্তিনের গুরুতর পরিস্থিতির প্রতি আইসিসির জরুরি মনোযোগ নিশ্চিত করার জন্য তারা এই আবেদন করেছে।
পাঁচ দেশের আবেদনের সঙ্গে যুক্ত হতে আইসিসির অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়ে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার দায়মুক্তির অবসান ঘটাতে দক্ষিণ আফ্রিকা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রত্যাশা, ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিতে ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হবে।
ইসরায়েল আইসিসির সদস্য রাষ্ট্র না হলেও ফিলিস্তিন এই আদালতের সদস্য। ফলে ইসরায়েলের সংঘটিত অপরাধের তদন্ত করতে আইসিসির কোনো বাধা নেই।
গত মাসে গাজা ও মিশরের সীমান্তপথ রাফাহ ক্রসিং পরিদর্শন করতে গিয়ে করিম খান বলেছিলেন, হামাসের হামলা ও ইসরায়েলি বিমান হামলার—দুই বিষয়ে তদন্তের এখতিয়ার রয়েছে আইসিসির।
অবশ্য ২০১৪ সালের জুন মাসের পর থেকে ফিলিস্তিন ভূখণ্ডে সংঘটিত যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। ইতিমধ্যে একটি তদন্ত অব্যাহত থাকায় গতকালের আবেদনের গুরুত্ব সীমিত।
আরও পড়ুন
- যুদ্ধবিরতি শেষেই গাজায় ইসরায়েলি হামলা শুরু, নতুন করে নিহত ২১
- হেনরি কিসিঞ্জার আর নেই
- নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
- মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত, নিখোঁজ ৪
- ভারতে টানেলে আটকে পড়া ৪১ শ্রমিক উদ্ধার
- কাতারের মধ্যস্থতায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চলছে
- ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন ৬ দেশের নাগরিকরা
- শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা