এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১১:১৮ এএম | আপডেট: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১১:১৮ এএম

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৬ নভেম্বর।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬ অথবা ২৮ নভেম্বরের যেকোনো একটি দিনের সম্মতি চাওয়া হয়েছিল। তিনি আগামী ২৬ নভেম্বর ফল প্রকাশের সম্মতি দিয়েছেন।
চলতি বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। তবে সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করবে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।
আরও পড়ুন
- ‘একক’ ভর্তি পরীক্ষা হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে
- ৪২ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ
- এইচএসসি ও সমমানের পাসের হার ৭৮.৬৪ শতাংশ
- ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
- আবার পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
- জাতিসংঘ পরাজিত, তারা যুক্তরাষ্ট্রের তল্পিবাহী : ঢাবি উপাচার্য
- রবি ও সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
- জবি ভিসি ইমদাদুল হক মারা গেছেন