1. »
  2. খেলার মাঠ

সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে শচীনকে টপকে শীর্ষে কোহলি

বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০৬:৪২ পিএম | আপডেট: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০৯:৫১ পিএম

সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে শচীনকে টপকে শীর্ষে কোহলি

বিরাট কোহলি ৫০! একদিনের ক্রিকেটে শতরানের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। সাথে সাথে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন শচীন টেন্ডুলকার নিজে। যার দখলে এতদিন ছিল এই রেকর্ড।

কলকাতার ইডেন গার্ডেনে নিজের ৩৬তম জন্মদিনে একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচীনকে ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করলেন ৫০তম শতরান। একদিনের ক্রিকেট তৈরি হলো নতুন বিশ্বরেকর্ড। ওয়াংখেড়ের ২২ গজে কোহলির দায়িত্বশীল আগ্রাসী ব্যাটিং ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেয়ার পাশাপাশি একাধিক নতুন রেকর্ডও গড়ল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেনে শচীনের মাইলফলক ছোঁয়ার পর থেকেই কোহলির ৫০তম শতরানের অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। সকলেই আশা করছিলেন বিশ্বকাপেই নতুন বিশ্বরেকর্ড আসবে কোহলির ব্যাট থেকে। ভারতের সাবেক অধিনায়ক হতাশ করলেন না। তবে তার ৯২ রানের মাথায় একটা আশঙ্কা তৈরি হয়। কোহলির পায়ে টান ধরায় খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। কোহলি অবশ্য শুভমানের মতো উঠে যাননি। ফিজিওর চিকিৎসার পর আবার খেলতে শুরু করেন। ১০৫ বলে শতরান পূর্ণ করার পর উচ্ছ্বাসের এক বিরাট লাফ দিলেন কোহলি।

শচীনের সামনে তার ঘরের মাঠেই হাতছাড়া হয়ে গেল একদিনের ক্রিকেটে তার সব থেকে বেশি শতরানের রেকর্ড। বুধবার প্রথমে এক বিশ্বকাপে শচীনের সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ড ভাঙেন কোহলি। তারপর তার এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রানের বিশ্বরেকর্ড ভাঙলেন। পরে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরানের রেকর্ডও ভেঙে দিলেন কোহলি। সব মিলিয়ে বুধবার শচীনের তিনটি রেকর্ড ভেঙে দেন কোহলি।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৫০টি শতরানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। তার আগে ৮০ রান করার সাথে সাথে এক বিশ্বকাপে শচীনের সব থেকে বেশি রান করার রেকর্ডও ভেঙে দেন তিনি। ২০০৩ সালের বিশ্বকাপে শচীন করেছিলেন ৬৭৩ রান। এ দিনই বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। শচীন, ম্যাথু হেডেন, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা এবং টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের এই কৃতিত্ব ছিল।

এবারের বিশ্বকাপে অষ্টমবার ৫০ রানের গণ্ডি পেরোলেন কোহলি। তার মধ্যে দু’টি ইনিংসে শতরান হয়েছে। বাকিগুলোর মধ্যে প্রায় তিনবার শতরানের কাছে এসেও থেমে গিয়েছেন। বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে কোহলি করেছিলেন ৮৫ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৫ রান করেন। পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১০৩ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওয়াংখেড়েতেই ৮৮ রান করেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে অপরাজিত ১০১ রান করেন। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫১ রানে ফিরে যান।