সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৯ জন
সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ১০:৪৯ পিএম | আপডেট: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ১০:৪৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ছয়জন ও ঢাকার বাইরে তিনজন।
আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এক হাজার ৭৯৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪১৭ জন ও ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৭৭ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ছয় হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৮০৭ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে চার হাজার ৮৫৫ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে এক লাখ এক হাজার ৫৬৭ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৮০ হাজার ১৩১ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ৪১৭ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৮৪১ জন ও ঢাকার বাইরে ৫৭৬ জন মারা গেছে।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৬১৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৮ হাজার ৯১৯ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন এক লাখ ৭৪ হাজার ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৮২৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪১৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন এক হাজার ৪০৮ জন। সূত্র : বাসস
আরও পড়ুন
- সারাদেশে ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু
- সারাদেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু
- সারাদেশে ডেঙ্গুতে আরো ২৪ জনের মৃত্যু
- সারাদেশে ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু
- অতিরিক্ত কফি পান করছেন?
- সারাদেশে ডেঙ্গুতে আরও ১৩ জনের প্রাণহানি
- সারাদেশে ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু
- সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত