ওমরাহ পালনে গিয়ে দুই বোনের মৃত্যু
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০৩:১৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০৩:১৮ পিএম

বাবার সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই শিশু প্রাণ হারিয়েছে।
মদিনা থেকে মক্কা যাওয়ার পথে গত সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইফরা (৮) ও হাফছা (২) কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিয়াউল হক চেয়ারম্যান বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ হেলালের মেয়ে।
নিহতদের মামা জামাল উদ্দিন টিপু গণমাধ্যকে বলেন, হেলাল গত ১৫ বছর ধরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে সৌদি আরবের মদিনায় বসবাস করেন। সোমবার বিকালের দিকে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে প্রাইভেটকারে ওমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশে রওনা হন। পথে একটি কার্ভাডভ্যান তাদের প্রাইভেটকারকে পেছনে থেকে ধাক্কা দিলে দুই বোন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেজবা উল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
আরও পড়ুন
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
- মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশী গ্রেফতার
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
- থাইল্যান্ডে ভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি আটক
- মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রজন্মের বাংলা ভাষা শিক্ষণে ১০ হাজার ডলার ব্যয় হবে
- যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত
- এক দফা দাবিতে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের পদযাত্রা