সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০৫:০৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০৫:০৪ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাকিবুল ইসলাম রাকিব নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের খালাতো ভাই প্রবাসী আনসারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। রাকিবুল ইসলাম রাকিব (২৪) উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের আবুল কালামের ছেলে।
গতকাল বুধবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রিয়াদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম পরিবারের সচ্ছলতার ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে ২০১৮ সালে সৌদি আরবের রিয়াদ নগরীতে যান। তিনি ময়লার (বলদিয়া) গাড়ি চালাতেন। প্রতিদিনের ন্যায় ময়লার গাড়ি চালিয়ে যাওয়ার পথে বুধবার সৌদি আরব স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রিয়াদের ৯ নম্বর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবিহীন বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন।
যশরা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল বলেন, ‘প্রবাসী রাকিবের মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’
আরও পড়ুন
- ওমরাহ পালনে গিয়ে দুই বোনের মৃত্যু
- মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশী গ্রেফতার
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
- থাইল্যান্ডে ভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি আটক
- মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রজন্মের বাংলা ভাষা শিক্ষণে ১০ হাজার ডলার ব্যয় হবে
- যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত
- এক দফা দাবিতে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের পদযাত্রা