মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশী গ্রেফতার
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০৫:২৯ পিএম | আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০৫:২৯ পিএম

মালয়েশিয়ার সিঙ্গাপুর সীমান্তের কাছে জহুরবারু প্রদেশের একটি পাম বাগানে অভিযান চালিয়ে ৫৫ বাংলাদেশী শ্রমিককে গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। এ সময় বিভিন্ন দেশের আরো ১৪০ জন আটক করা হয়।
গতকাল শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জহরবারু ইমিগ্রেশম বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৩ অক্টোবর) জহুর বারু প্রদেশের গেলাং পাতাহের পাম বাগানের দু’টি পৃথক স্থানে দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই অভিযানে গ্রেফতারদের মধ্যে ৫৫ জন বাংলাদেশী, মিয়ানমারের ৬২ জন, ভারতীয় ২৮ জন, ইন্দোনেশীয় ২৬ জন পুরুষ ও পাঁচজন নারী, পাকিস্তানী ১৬ জন, চীনা দু’জন ও একজন তিমুর দেশের অভিবাসী নাগরিক রয়েছে।
জহরবারু অভিবাসন সূত্রে আরো জানা গেছে,এই অভিযানে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ভিসা যাচাই-বাছাই করার জন্য আটক করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে দেশটিতে থাকা বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আটকদের সবার বয়স ১৯ থেকে ৬৯ বছরের মধ্যে। এদের মধ্যে ইউএনসিএইচআর (রোহিঙ্গা) শরণার্থী কার্ডধারিও রয়েছে বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে গেলাং জহুর বারুর গেলাং পাতাহের মেইন রোড থেকে অনেক ভেতরে ১৫টি কন্টেইনারে বসতি করে সেখানে দীর্ঘ দিন ধরে বসবাস করছিলেন। গোপনে নজরদারির ভিত্তিতে এই সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।
ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আরো জানান, মালয়েশিয়ায় কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হবে। তাদের প্রত্যেকের জন্য ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন
- ওমরাহ পালনে গিয়ে দুই বোনের মৃত্যু
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
- থাইল্যান্ডে ভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি আটক
- মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশি
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রজন্মের বাংলা ভাষা শিক্ষণে ১০ হাজার ডলার ব্যয় হবে
- যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত
- এক দফা দাবিতে লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের পদযাত্রা