রংপুরে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৩০ পিএম | আপডেট: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৫১ এএম

ন্যায্য মজুরি প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রংপুর শ্রম আদালতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে রংপুর শ্রম আদালতে মামলাটি দায়ের করেছেন।
মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শামিম আল মামুন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মজুরি, গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটির অর্থ বাবদ বাদীর পাওনা ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এবং উক্ত পাওনা ও ক্ষতিপূরণের দাবিতে এ মামলা দায়ের করা হয়েছে।
উল্লিখিত টাকা পাওনা থাকলেও সেটা প্রদান না করেই বাদীকে বিভিন্ন সময় চাপপ্রয়োগ করে অবসর নিতে বাধ্য করেছেন ১নং বিবাদী ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ। মামলা দায়েরের মাধ্যমে পাওনাসহ ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী ফারুকুল ইসলাম।
আরও পড়ুন
- মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটে সাতজনের মৃত্যুদণ্ড
- পেছালো মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় ঘোষণা
- চট্টগ্রামে এজলাসে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি
- অর্থপাচার মামলায় এনু-রূপনের ৭ বছরের কারাদণ্ড
- খায়রুল-এ্যানিসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু
- এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ৭৫ নেতাকর্মীর সাজা
- ষোড়শ সংশোধনীর রিভিউ শুনতে পারবেন ৬ বিচারপতিই
- বিএনপি নেতা হাবিব-জাহাঙ্গীরসহ ১১ নেতার সাজা