1. »
  2. আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৪৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৪৭ পিএম

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

পেরুতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে।

গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি পেরুর দক্ষিণ-মধ্য অংশের আয়াকুচো থেকে উত্তরে জুনিন অঞ্চলের রাজধানী হুয়ানকায়োর দিকে যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি পথ থেকে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।

আনকো জেলা মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো বলেছেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।

আয়াকুচো আঞ্চলিক সরকার জানিয়েছে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা দিয়েছে। 

লা রিপাবলিকা পত্রিকা আশঙ্কা করছে, ৩৬ জনের মতো আহত হতে পারে।

পেরুর পরিবহন কর্তৃপক্ষ এসইউটিআরএএন সোমবার একটি বিবৃতি জারি করে নিহতদের প্রতি শোক জানিয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র : আল জাজিরা