1. »
  2. রাজনীতি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ০২:৫৮ পিএম | আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১১:৩৮ এএম

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে শেওড়াপাড়া রোড হয়ে আবার আগারগাঁও এসে শেষ হয়। মিছিলে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিলটির নেতৃত্ব দেন জুলাই বিপ্লবে গুম ফেরত ছাত্রনেতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন। 

এসময় মিছিলে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি শারিফুল ইসলাম, এস এম রাবিদ হাসান, হিমেল তালুকদার তাসরিফ। মিছিল শেষে মিনার হোসেন বলেন, ‘জাহিদুলকে হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। যাঁরা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তাঁদের যেন মামলার আসামি করা না হয়, সে জন্য সব দিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছেন। এগুলো আপনারা দেখেছেন। 

পরে রাতে তাঁরা যে প্রেস কনফারেন্স করেছেন, এটিকে আমি নেতৃত্বের ইম্যাচুরিটি ও নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখব। তারা সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন, আমরা নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যবিরোধী নেতাদের জড়িত করেছি। কিন্তু পরবর্তী সময়ে সিসিটিভি ক্যামেরার ‍ফুটেজ পাবলিশ হলো। তখন দেখা গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সরাসরি জড়িত এবং বেশ কয়েকজন আশপাশে ছিল। এরপর তাঁরা আর কোনো পদক্ষেপ নেননি, বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক । জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায়সারা গোছের কথা বলেছে। আমি আশা করছি, একটি হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করায় ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের তাঁদের ওপর যে সামান্যতম আস্থা রয়েছে, সেই আস্থার সংকট দেখা দেবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এস এম রাবিদ হাসান বলেন, "জুলাই আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা আমরা স্বীকার করি, কিন্তু! ৫ আগষ্ট পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুপ্রবেশ। এবং তারাই শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে যার ফলস্বরূপ ছাত্রদলের একনিষ্ঠ কর্মী জাহিদুল ইসলাম পারভেজ কে নির্মম ভাবে হত্যা করা হয়। আমরা বৈষম্যবিরোধীদের কে ছাত্রলীগ স্টাইলের রাজনীতি পরিহার করার আহবান জানাই। তানাহলে তাদেরকে ছাত্রলীগের মত করুণ পরিনতি ভোগ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।"

আরো উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক তানভির হোসেন শোভন, আহসান হাবীব তাছুম, সহ সাধারন সম্পাদক তামাম মাহমুদ অনিক, স্বজন মোহাম্মদ, আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব ইফতিকার হাসান টিপু, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎস, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদ আহমেদ স্বপ্নীল, শাহানুর ইসলাম সিফাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তৌফিক সরকার, বৃত্তি ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সানাউল হোসেন ভিকি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম সম্পাদক নূরনবী সরকার, ব্রাক ইউনিভার্সিটির রাহুল আল জুনাইদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।।