সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি আজ
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:১১ এএম | আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:১১ এএম

ছয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত পলিটেকনিক শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।
গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে দেয়া এক পোস্টেও এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
গত ২২ এপ্রিল (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে সভা করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। সেদিন রাতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণাও দেন তারা।
পরদিন ২৩ এপ্রিল তারা আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার করে আবার কর্মসূচি দেয়ার কথা জানান। মন্ত্রণালয়ের সাথে আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
আরও পড়ুন
- দেশের সব পলিটেকনিক অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা
- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাবি থেকে চূড়ান্তভাবে বিচ্ছিন্ন সাত সরকারি কলেজ
- কুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ
- ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন কুয়েটের শিক্ষার্থীরা
- কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
- চবির মূল ক্যাম্পাসে ফিরতে চায় চারুকলা, আমরণ অনশনে শিক্ষার্থীরা