ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশ
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ১২:৪০ পিএম | আপডেট: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ১২:৪০ পিএম

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয়। নতুন এই রাজনৈতিক দলের স্লোগান— ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।
ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।
যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, এবারই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন।
এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করলো।
আরও পড়ুন
- এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই : উমামা ফাতেমা
- তারুণ্যের সেমিনার-সমাবেশ করবে বিএনপির ৩ সংগঠন
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ঢাবি ছাত্রদল
- জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আল আমিনের পাশে সাবেক এমপি লায়ন হারুন
- প্রশাসক নিয়োগে হস্তক্ষেপসহ নানান অভিযোগে তানভীরকে সাময়িক অব্যহতি দিল এনসিপি
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি
- প্রাইম এশিয়ার পারভেজ হত্যা, বিচারের দাবিতে শেকৃবি ছাত্রদলের মানববন্ধন