প্রতিষ্ঠার পর থেকে দেশে সংস্কার করে আসছে বিএনপি : তারেক রহমান
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ০৮:৫৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ০৮:৫৭ পিএম

বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংস্কার করে আসছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পালনে বিএনপি বদ্ধপরিকর। শুধু ঢাকায় নয়, দলের ঘোষিত ৩১ দফা নিয়ে প্রান্তিক পর্যায়ে কাজ করছে বিএনপি। মানুষের আস্থা ধরে রাখতে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছে বিএনপি উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিজেদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, কোনোভাবে যেন এ দেশের মানুষের ভোটের ও গণতান্ত্রিক অধিকার খর্ব না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণের ভোটের আর রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে।
তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধী দলগুলোর ত্যাগকে বৃথা যেতে দেয়া হবে না। আমাদের সফলতা অর্জন করতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে। যেকোনো মূল্যে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দলের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এই ৩১ দফা জনগণের কাছে পৌঁছাতে পারলেই দলের প্রতিশ্রুতি পূরণ করা যাবে।
রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে জনগণ ছাড়া কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, আমরা জুলুম করবো না, প্রতিশোধ নেব না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণের কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরবো। জনগণ যাতে আগামী দিনে বিএনপির ওপর আস্থা রাখতে পারে। তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে।বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কৃষিকে আধুনিকায়ন। কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। এর আগে তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মী প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ইএসডিও'র জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট যদি আপনার পক্ষে আনতে হয় তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে, আপনার সংষ্কার যদি চলমান রাখতে হয়, সেটিকে বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। জনগণ ছাড়া আপনাদের কোন বিকল্প নেই। বিএনপি আজ প্রতিজ্ঞাবদ্ধ,বাংলাদেশে যে কোন মূলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে,যে কোন মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
বিগত সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তারেক রহমান আরো বলেন, বিগত ফ্যাসিদদের আমলে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস হয়েছে। বিষয়টি অনেকটাই ডায়বেটিক্স এর মতো।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। কর্মশালার জেলা উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের লালু পাড়া এলাকার নাজমা গার্ডেনে দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্কুল থেকে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সর্ব ক্ষেত্রে ঐক্যযত্যের ভিত্তিতে সমস্যা নিরসনের চেষ্টা করতে হবে। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেন। এ সময় সংসদে নারীর আসন সংখ্যা ১০০ তে উন্নতি করার উপর উপরে গুরুত্বারোপ করেন। দেশের সকল সমস্যার সমাধানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান আলোচক হিসেবে ছিলেন বিএনপি'র মিডিয়া সেলের প্রধান অধ্যাপ ডা. মওদুদ আহমেদ।
আলোচক ছিলেন প্রফেসর মোরশেদ খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফারজানা শারমিন পুতুল, মো: আবদুস সাত্তার পাটোয়ারী ও ফজলুর রহমান খোকন।
পঞ্চগড় প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বিকেল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত লন্ডন থেকে ভার্চুয়ালি পঞ্চগড় জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেন না আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি। দেশের মানুষের কাছে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে ৩১ দফার কর্মশালার আলোচনা পৌঁছে দেবেন।
তারেক রহমান বলেন, আমরা জুলুম করবো না, প্রতিশোধ নেব না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণের কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরবো। জনগণ যাতে আগামী দিনে বিএনপির ওপর আস্থা রাখতে পারে। তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কৃষিকে আধুনিকায়ন। কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। এর আগে তিনি ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মী প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন। দলটির আয়োজনে পঞ্চগড় পৌরসভা চত্তরে প্রশিক্ষন কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাবেক সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু, সাবেক এমপি রেহেনা আক্তার বানু সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিল।
আয়োজিত কর্মশালায় জেলার আওতায় বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
আরও পড়ুন
- সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন : সিইসি
- রানা প্লাজা ট্রাজেডির এক যুগ পেরলেও শেষ হয়নি বিচার
- পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোম যাবেন প্রধান উপদেষ্টা
- পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
- অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে : তারেক রহমান
- দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক
- ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
- পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে হবে : প্রধান উপদেষ্টা