প্রশাসক নিয়োগে হস্তক্ষেপসহ নানান অভিযোগে তানভীরকে সাময়িক অব্যহতি দিল এনসিপি
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১০:১১ এএম | আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১০:১১ এএম

নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।
গতকাল সোমবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত তাকে শোকজ নোটিশ ও অব্যাহতির বিষয়টি এক পত্রে জানিয়েছেন।
পত্রে বলা হয়, গত ১১ মার্চ জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে।
এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে তানভীরকে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেইসঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত তাকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই : উমামা ফাতেমা
- তারুণ্যের সেমিনার-সমাবেশ করবে বিএনপির ৩ সংগঠন
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ঢাবি ছাত্রদল
- ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশ
- জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আল আমিনের পাশে সাবেক এমপি লায়ন হারুন
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি
- প্রাইম এশিয়ার পারভেজ হত্যা, বিচারের দাবিতে শেকৃবি ছাত্রদলের মানববন্ধন