ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ০৯:২৭ পিএম | আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ০৯:২৭ পিএম

২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয়তাবাদী সমমনা জোটের ১১ টি দল ও বাংলাদেশ লেবার পার্টি।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির ও এনপিপি, বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দল দুইটির প্রধান এই প্রত্যাশা প্রকাশ করেন।
বৈঠকের পর বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। বিগত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল মানুষের মিলনমেলায় আমরা একটি গণঅভ্যুত্থান করেছি। আজকের সরকার গত ৮ মাস ধরে দায়িত্ব পালন করছেন। ড. মুহাম্মদ ইউনূসকে সকল রাজনৈতিক দলের সম্মতিতে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এ জন্য তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক। অন্তর্বর্তী সরকার একটা স্বল্প সময়ের জন্য গঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বেশি। আমরা মনে করি তিনি একটি গ্রহনযোগ্য নির্বাচন দিয়ে এ দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। আমাদের দাবি হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা। এজন্য একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে।
এরপর জাতীয়তাবাদী সমমনা জোটের সিনিয়র নেতারা বিএনপির সঙ্গে বৈঠক করে। পরে জোটের প্রধান ও এনপিপি'র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সংবাদিকদের বলেন, দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এক দফা দাবিতে। সেটি হল শেখ হাসিনার পতন এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে একটি নির্বাচন। আমাদের একটা দফা অলরেডি জয়ী হয়েছি। এখন হচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচনের জন্য ইলেকশন কমিশন ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছে যে, জুনের ভেতর তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে, এবং সংস্কার কমিশনও বলেছে মে মাসের শেষের দিকে তারা সংস্কার শেষ করবে। এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দরকার। সেই জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের মধ্যে চাই। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা কয়েকবার বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আবার তিনি এখন বলেছেন ডিসেম্বর টু জুন। এরমধ্যে ফেব্রুয়ারি মাসে আমাদের রোজা, তারপর মার্চের শেষে পরীক্ষা আছে। এপ্রিল-মে মাসে এ দেশে বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না। তাই আমরা চাই ডিসেম্বরের ভেতর নির্বাচন হোক এবং নির্বাচনের জন্য এই সরকার একটা রোডম্যাপ দিক।
প্রসঙ্গত, ১১ টি দল নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোট। এই জোটে রয়েছে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাগপা (খন্দকার লুৎফুর), ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ ন্যাপ, বিকল্প ধারা (নুরুল আমিন), সাম্যবাদী দল, গণদল, ন্যাপ-ভাসানী, ইসলামী ঐক্যজোট, পিপলস লীগ ও বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির লিয়াঁজো কমিটি প্রধান ও বিএনপি স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানসহ জোটের নেতারা।
আরও পড়ুন
- এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই : উমামা ফাতেমা
- তারুণ্যের সেমিনার-সমাবেশ করবে বিএনপির ৩ সংগঠন
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ঢাবি ছাত্রদল
- ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশ
- জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আল আমিনের পাশে সাবেক এমপি লায়ন হারুন
- প্রশাসক নিয়োগে হস্তক্ষেপসহ নানান অভিযোগে তানভীরকে সাময়িক অব্যহতি দিল এনসিপি
- প্রাইম এশিয়ার পারভেজ হত্যা, বিচারের দাবিতে শেকৃবি ছাত্রদলের মানববন্ধন