জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১২:১৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১২:১৭ পিএম

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
অন্তর্বর্তী সরকারের নেওয়া রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে কমিশন।
জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হওয়া বৈঠকে বিএনপির একটি প্রতিনিধিদল অংশ নেয়।
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে আলোচনা চলছে।
বিএনপির প্রতিনিধিদদলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খানও রয়েছেন।
এর আগে ১৬ এপ্রিল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে। বৈঠকের পর নির্বাচনের নির্দিষ্ট টাইমলাইন না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল।
বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘তার (প্রধান উপদেষ্টা) বক্তব্যে আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা স্পষ্ট করেই বলেছি যে আমাদের কাটঅফ টাইম ইজ ডিসেম্বর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে।’
জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রক্রিয়া শুরু করে, যার লক্ষ্য অন্তর্বর্তী সরকারের নেওয়া মূল সংস্কার প্রস্তাবগুলোর উপর একটি অংশীদারত্বমূলক অবস্থান তৈরি করা।
এখন পর্যন্ত এটি ১১টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি গঠিত এই কমিশনকে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর বিষয়ে ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সংবিধান সংস্কারের ২৫ প্রস্তাবে একমত বিএনপি
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত : ড. শফিকুর রহমান
- নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
- লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
- আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক
- আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল
- নববর্ষে সকল বাংলাদেশিকে তারেক রহমানের শুভেচ্ছা
- শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক কমিটির নেত্রী বহিষ্কার, পুলিশে সোপর্দ