রেল ব্লকড স্থগিত, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসছে পকিটেকনিক শিক্ষার্থীরা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১০:৩৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১০:৩৬ এএম

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে, দেশব্যাপী রেল ব্লকেড কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী তাদের ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য জানান।
বেলা ১১টা পর্যন্ত সেই কর্মসূচি শিথিল থাকছে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।
মাসফিক ইসলাম ভিডিও বার্তায় বলেন, আলোচনায় ছয় দফা দাবি এবং অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দেশজুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আলোচনা চলাকালীন সময়ে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।
জুবায়ের পাটোয়ারী বলেন, কিছু তৃতীয় পক্ষ ও কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বিতর্কিত ও ব্যবহার করার চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং যারা অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। আমরা সরকারের বিপক্ষে নই, বরং সরকারকে সহযোগিতা করে দাবিগুলো বাস্তবায়ন করতে চাই।
এর আগে, বুধবার সকালে শিক্ষার্থীরা সারাদেশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। কুমিল্লায় পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে ৩৫ জন শিক্ষার্থী আহত হন এবং মহাসড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর রাতে রেল অবরোধের ঘোষণা দেওয়া হলেও, মধ্যরাতে তা স্থগিত করা হয়।
আরও পড়ুন
- আগামী নির্বাচন দেশের ইতিহাসের সর্বোত্তম হবে : প্রধান উপদেষ্টা
- ইন্টারপোলে হাসিনাসহ পলাতক ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন
- খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার গ্রেপ্তার
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশদের হয়ে অংশ নেয়া বাংলাদেশি যুবক নিহত
- বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র
- যখন কেউ ভাবেনি বিএনপি তখন সংস্কারের কথা বলেছে : আলী রিয়াজ
- পহেলা মে থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ ঘোষণা
- বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক চলছে