1. »
  2. জাতীয়

আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১১:১৩ এএম | আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১১:১৩ এএম

আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সফরে আজ বুধবার চীনে যাচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আগামীকাল বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন শুক্রবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তিনি আনুষ্ঠানিক বৈঠক করবেন।

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে সরকারি দ্বিপক্ষীয় সফরে যাবেন।

বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছি। তার মধ্যে রয়েছে মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সহযোগিতা, গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা। এ ছাড়া অর্থনৈতিক, বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল ইত্যাদি সম্পর্কিত ঘোষণা আসতে পারে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেন, ‘চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আমি মনে করি, চীনকে গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে আমরা ধারণ করি, চীনও আমাদের ধারণ করে।’

এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক কোনো এজেন্ডাভিত্তিক নয়। নদী ব্যবস্থাপনার আওতায় তিস্তা ইস্যু উঠতে পারে। চীন সফরে রোহিঙ্গা নিয়ে মিয়ানমার ইস্যুতে চীনের মতামত আমরা নেব।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের স্বাস্থ্য খাতে সহযোগিতা বেড়েছে। কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য চারটি বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে। বাংলাদেশেও তারা একটি বিশেষায়িত হাসপাতাল করবে।’

পররাষ্ট্রসচিব বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরটি একাধিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, অন্তর্বর্তী সরকার গঠনের পরে যে কয়েকটি দেশ সর্বোচ্চ দ্রুততার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, তাদের মধ্যে চীন অন্যতম।

পররাষ্ট্রসচিব বলেন, এখন পর্যন্ত চীন হলো একমাত্র দেশ যারা জুলাই মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য ‘ন্যাশনাল হেলথ কমিশন অব চায়না’ থেকে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধিদল পাঠিয়েছে। ওই চিকিৎসক প্রতিনিধিদল বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সহায়তা দিয়েছে।

পররাষ্ট্রসচিব আরো বলেন, ‘আমরা আশা করছি, এই সফরটি বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের সম্পর্ককে আরো গভীর করার এবং নতুন দিগন্ত উন্মোচনের একটি সুযোগ তৈরি করবে। উল্লিখিত দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।’