বিডিআর বিদ্রোহ ঘটনায় পুনঃতদন্তের সময়সীমা বাড়ল
সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১১:০৬ এএম | আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১১:০৬ এএম

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের জন্য গঠিত কমিশনের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে কমিশন কাজ চালিয়ে যাচ্ছে। গত বছরের ২৪ ডিসেম্বর কমিশন গঠিত হলেও, তদন্তের সময়সীমা ২৪ মার্চ শেষ হওয়ার কথা ছিল। তবে, সম্প্রতি জানা গেছে যে তদন্তের সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
কমিশনের সদস্য মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন, প্রতিবেদন প্রায় শেষ, কিন্তু প্রকৃত তথ্য জানতে কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার বাকি রয়েছে। বিশেষত, কারাবন্দি অভিযুক্তদের সঙ্গে কথা বলা এবং পলাতকদের সামনে নিয়ে আসা জরুরি। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। কমিশন এই ৯০ দিনে কী তথ্য পেয়েছে তা প্রকাশ করতে চাচ্ছে না, তবে তদন্ত চলছে।
প্রতিবেদন প্রস্তুতির জন্য কমিশন ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে, বিশেষত ওই সময়ে দায়িত্বশীল কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে। এসব সাক্ষাৎকারের মাধ্যমে তারা জানার চেষ্টা করছে, ওই ঘটনায় কী ভূমিকা ছিল, কে কী নির্দেশ দিয়েছিল এবং কোথায় আলামত ধ্বংস করা হয়েছিল। তদন্তকারীরা এসব বিষয় খতিয়ে দেখছেন।
বিডিআর বিদ্রোহের পেছনে রাজনৈতিক অথবা বিদেশি শক্তির হাত ছিল কিনা, তা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রী এবং নেতা বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন। কমিশন এখন এসব বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাসহ ৫৭ জন সেনা ও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এর পর আদালত ১৩৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কমিশন এই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে আনার চেষ্টা করছে।
আরও পড়ুন
- মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
- বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
- এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা
- জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
- রেলে লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয় : রেল উপদেষ্টা
- আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- স্বাধীনতা দিবসে বাংলাদেশেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
- স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা