1. »
  2. দূর্ঘটনা

২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১১:৫৯ এএম | আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১১:৫৯ এএম

২০২৪ সালে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড

গত ২০২৪ সালে বিশ্বে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আইওএমের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৪ সালে স্বপ্নের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বিপদসঙ্কুল পথেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ হাজার ৯৩৮ জন। এর আগে এক বছরে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ঘটেনি। এর একটি বড় অংশ ভূমধ্যসাগরের এশিয়া ও আফ্রিকান উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া অন্যান্য রুটেও মৃত্যৃর হার ছিল অন্য বছরগুলোর তুলনায় বেশি। মৃত্যুর আর একটি বড় কারণ সহিংসতা। 

আইওএমের হিসাব বলছে, ২০২৪ সালে যত অভিবাসী প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে কমপক্ষে ১০ শতাংশের নিহত হওয়ার কারণ গুলি, ছুরিকাঘাত এবং প্রহার। অনেকক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী সরাসরি এসব সহিংসতা চালিয়েছে। 

আইওএমের একজন মুখপাত্র বলেছেন, ইরান, মিয়ানমার, বাংলাদেশ এবং মেক্সিকোতে এ ধরনের সহিংসতার জেরে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। তবে এসব হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী- সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। 

আইওএমের মহাপরিচালক উগোশি ড্যানিয়েলস বলেন, বিশ্বজুড়ে অভিবাসনপ্রত্যাশীদের ক্রমবর্ধমান মৃত্যু আমাদের এই বার্তা দিচ্ছে যে, এ সংকট মোকাবিলা করার জন্য আমাদের একটি আন্তর্জাতিক ও সামগ্রিক নীতি প্রয়োজন। আমরা এ ধরনের দুঃখজনক প্রাণহানি আর দেখতে চাই না।