আসন্ন ঈদে লম্বা ছুটি পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ০৩:৫১ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ০৩:৫১ পিএম

আসন্ন ঈদুল ফিতরে টানা লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে সরকার ইতোমধ্যে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। তবে এর সঙ্গে স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটির সংযোগে কার্যত ১১ দিনের দীর্ঘ ছুটির পরিস্থিতি তৈরি হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ ধরেই জনপ্রশাসন মন্ত্রণালয় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে। এর মধ্যে ৩১ মার্চ ঈদের দিনের জন্য সাধারণ ছুটি থাকবে, আর বাকি চার দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে।
ঈদের সরকারি ছুটির আগের দিন ২৮ মার্চ শুক্রবার, যা সাপ্তাহিক ছুটি এবং একই দিনে রয়েছে শবে কদরের ছুটি। এর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। তবে ২৭ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকবে।
অন্যদিকে, ঈদের পর অফিস খুলবে ৩ এপ্রিল বৃহস্পতিবার, তবে পরের দুই দিন ৫ এপ্রিল পর্যন্ত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র ২৭ মার্চ এবং ৩ এপ্রিল অফিস চালু থাকবে। আর দুইদিন ম্যানেজ করলেই টানা ১১ দিন ছুটিতে থাকতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারী।
সরকারি নিয়ম অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না, তবে অর্জিত ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। তাই অনেক কর্মচারী এই সুযোগ কাজে লাগিয়ে টানা দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারেন।
আরও পড়ুন
- ২৪০ গার্মেন্টস গ্রুপ বন্ধ; অনন্ত জলিলের দাবি মিথ্যা : প্রেস সচিব
- আগে সংস্কার না নির্বাচন প্রশ্নে চাপে নেই জাতীয় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
- মিয়ানমার থেকে দেশে ফিরলেন পাচার হওয়া ১৮ বন্দি
- গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত
- জাপান রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
- নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর খসড়া নীতিগত অনুমোদন