দুই দফায় আওয়ামী লীগের ৪২ নেতাকর্মীর আগাম জামিন
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ১১:০২ এএম | আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ১১:০২ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে করা বিস্ফোরক আইনের চার মামলায় দুই দফায় ৪২ আসামিকে আগাম জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে সোমবার ৬ জন ও রবিবার ৩৬ জন জামিন পেয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
গতকাল সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
জামিন প্রাপ্তরা হলেন, জকিগঞ্জের মানিকপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সুলতান আহমদ, একই উপজেলার কলাদাপানিয়া গ্রামের সুধীর কুমার সিংহের ছেলে সজল কুমার সিংহ, হাতধর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে ইকবাল আহমদ, দরগা বাহারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এটিএম ফয়সল ও পীরের চক গ্রামের নোমান আলীর ছেলে শিমুল আহমদ।
এর আগে রবিবার জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন- জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সজল বর্মণ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন প্রমুখ।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন পাওয়াদের অন্যতম জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী।
আরও পড়ুন
- জি কে শামীমের ৫ বছর কারাদণ্ড, মা খালাস
- কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
- ফের চার দিনের রিমান্ডে পলক
- ঘুষ লেনদেন অভিযোগের মামলায় তারেক রহমানসহ ৮ জনকে বেকসুর খালাস
- বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
- অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর
- নতুন দল নিবন্ধনের জারি করা গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
- আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড ৫ জনের যাবজ্জীবন বহাল