1. »
  2. রাজনীতি

অসামাজিক কাজে নারীসহ গ্রেফতারের ঘটনায় ছাত্রশিবির নেতা বহিষ্কার

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ১১:২৩ এএম | আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ১১:২৩ এএম

অসামাজিক কাজে নারীসহ গ্রেফতারের ঘটনায় ছাত্রশিবির নেতা বহিষ্কার

বরিশালে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ গ্রেপ্তারের ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পলাশকে (২৬) দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

গতকাল শনিবার সংগঠনের বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলার সাথী ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন বলেন, ২৫ সেশনে দায়িত্ব পেয়েছিলেন মাইনুল ইসলাম পলাশ। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে গৌরনদীর বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও শিবির নেতা পলাশকে মসজিদ সংলগ্ন বাড়ির এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন। এসময় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এসআই জুয়েল হাওলাদার বাদী হয়ে গৌরনদী থানায় ২৯০ ধারায় একটি মামলা করলে বিচারক তাদের কারাগারে পাঠায়। আটক মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ওই দুইজনকে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিয়ে আসা হয়। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার বিকেলে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।