গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ০১:৪৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ০১:৪৯ পিএম

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এর আগে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। একই ধরণের ঘটনা আরো কিছু জায়গায় সংঘটিত হওয়ায় মহাসড়কে বিশৃঙ্খলা দেখা দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।
শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।
আরও পড়ুন
- গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
- বরগুনায় মেয়ের ধর্ষকের হাতে বাবা খুন
- মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমান
- নেত্রকোনায় কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পরিবারসহ পলাতক
- গাজীপুরে পোশাক শ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
- রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা, চার যুবক আটক
- বনানীতে দুই নারীকে চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার
- চলতি বছরে ৪৪ শিশুসহ ধর্ষণের শিকার ৯৬ : আসক