বনানীতে দুই নারীকে চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১১:২১ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১১:২১ এএম

বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকের চালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তারের কথা এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এদিন সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউ টার্নের কাছে সড়ক পার হতে গিয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হন এবং তার এক সহকর্মী আহত হন।
নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ‘সকালে অফিসে যাওয়ার সময় সড়ক পার হতে গেলে একটি মিনি ট্রাক মিনারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এক সহকর্মী আহত হয়। ওই গাড়িটি জব্দ করা হয়েছে।’
দুর্ঘটনার পর দুই পোশাক শ্রমিকের সহকর্মীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। সেই সঙ্গে এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেন।
তাতে করে আশপাশের প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা। কয়েক ঘণ্টা অবরোধের পর দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে সন্ধ্যায় চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আরও পড়ুন
- গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা
- নেত্রকোনায় কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পরিবারসহ পলাতক
- গাজীপুরে পোশাক শ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
- রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা, চার যুবক আটক
- চলতি বছরে ৪৪ শিশুসহ ধর্ষণের শিকার ৯৬ : আসক
- ময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
- বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অবরোধ, স্থবির ঢাকা
- গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার