সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১১:১৭ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১১:১৮ এএম

ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে সংস্থাটির মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকার সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সকাল সোয়া সাতটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাতটা ২০ মিনিটে। প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ঢাকার ৪ নং জোনের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, সকাল সাতটার দিকে পাওয়ার প্ল্যান্টের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে সাভার ও ঢাকাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করেছে। কিন্তু ট্রান্সফরমারের ভেতরে দাহ্য তেল থাকায় আগুন এখনও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
আরও পড়ুন
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২
- ঘন কুয়াশায় গোপালগঞ্জে ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২০
- গাজীপুরে সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে ৩ জন নিহত
- ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে ৬টি পরিবহন দুর্ঘটনা, আহত ২৫
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩