ময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১২:৪৭ পিএম | আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১২:৪৭ পিএম

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বিষয়টি গণমধ্যমকে নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি।
আজ সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ আরও জানায়, এতে আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি মো. আব্দুল হাদি বলেন, ট্রাকসহ চালককে শনাক্ত করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন
আরও পড়ুন
- গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা
- নেত্রকোনায় কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পরিবারসহ পলাতক
- গাজীপুরে পোশাক শ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
- রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা, চার যুবক আটক
- বনানীতে দুই নারীকে চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার
- চলতি বছরে ৪৪ শিশুসহ ধর্ষণের শিকার ৯৬ : আসক
- বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অবরোধ, স্থবির ঢাকা
- গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার