1. »
  2. সমগ্র দেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:৩১ এএম | আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:৩১ এএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে  ‘আধিপত্য নিয়ে’ দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি জানান, গতকাল শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার পর ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক (৩৩) ওই ক্যাম্পের শামসুল আলমের ছেলে।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কায়সার রিজবী কোরাইশী গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় দুজনকে স্থানীয় জনতা আটক করে তাদের হাতে তুলে দিয়েছে।

তিনি বলেন,  প্রাথমিকভাবে ধারণা করছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আহত ওই যুবককে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত রোহিঙ্গা যুবক প্রতিবন্ধী বলে জেনেছি।

তিনি বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার অনেক তথ্য বেরিয়ে আসতে পারে।

গেল এক সপ্তাহের মধ্যে এটি রোহিঙ্গা শিবিরে দ্বিতীয় হত্যাকাণ্ড। সবশেষ গত বুধবার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে হত্যা করে দুর্বৃত্তরা।